
কালিয়াকৈরে চলন্ত পিকআপভ্যানে আগুন জাতীয় |বিশেষ প্রতিনিধি গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় চলন্ত অবস্থায় একটি পিকআপভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইল থেকে ১৪-১৫ জন যাত্রী নিয়ে পিকআপভ্যানটি গাজীপুর যাচ্ছিল। একপর্যায়ে কালিয়াকৈরের খাড়াজোড়ো এলাকায় এলে ইঞ্জিন ওভারহিটের কারণে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানের আগুন নেভান। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।