১৪/০৬/২০২৩ইং প্রকাশিত।

রেলস্টেশনের প্ল্যাটফর্মে পড়েছিল কলেজছাত্রের মরদেহ নগর জীবন  | বিশেষ প্রতিনিধি – রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্ম থেকে মো. তাহসিন মুফাসসের ফুয়াদ (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ফুয়াদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউর গ্রামে। বর্তমানে ধানমন্ডির জিগাতলার একটি মেসে থাকতো ফুয়াদ। ফুয়াদের বড় ভাই মো. তিয়াস বলেন, আমার ভাই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ফুয়াদ বিকেলে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে যায়। পরে আমরা জানতে পারি কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা কমলাপুরে খবর নিয়ে জানতে পারি তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। ফুয়াদ আগে থেকেই হার্টের রোগী ছিল। চিকিৎসক জানিয়েছে, স্ট্রোকজনিত কারণেই ফুয়াদের মৃত্যু হয়েছে।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।  তিনি আরও বলেন, আমরা জানতে পারি কমলাপুর রেলস্টেশনে ওই যুবক পড়ে থাকলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বজনের কাছে জানতে পারি ওই যুবক হার্টের রোগী ছিলেন। স্ট্রোক জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রেলওয়ে থানা পুলিশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
close-alt close collapse comment ellipsis expand gallery heart lock menu next pinned previous reply search share star