
শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে স্কুলের পরিচালক গ্রেফতার দেশগ্রাম | ৪৫ মিনিট আগে নেত্রকোনা বিশেষ প্রতিনিধি :নেত্রকোনার পূর্বধলায় রাবিয়া মাহমুদ মডেল স্কুলের তিন শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ওই প্রতিষ্ঠানের পরিচালক মো. আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের র্যাব-১৪ এর একটি চৌকস টিম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকায় অভিযান চালিয়ে শনিবার আড়াইটার দিকে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামি মো. আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। রবিবার (১১ জুন) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের পাঠানো পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. আবুল কালাম আজাদ পূর্বধলা উপজেলার হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র।